ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেছেন, প্রথমে আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অভিভাবক হিসেবে এটাই হবে আমার প্রধান কর্মসূচি, প্রতি বছর আমি এক হাজার যুবকের কর্মসংস্থানের চেষ্টা করব।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা ফুটবল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার জাহেদী মহুল বলেন, এমপি সাহেব বা স্যার নয়, সকলের প্রিয় দাদা ভাই হিসেবেই থাকতে চাই। আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি আমি সকলেরই এমপি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে যারা সহিংসতা করেছেন বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি দিয়েছেন, তারা অনুতপ্ত হয়ে আমার সহকর্মী এবং সমর্থকদের সাথে মিলেমিশে থাকবেন, সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। কারো বিরুদ্ধে মামলা থাকলে সেটা তাকে মোকাবিলা করে আসতে হবে। উন্নয়ন একদিনে সমাধান করার কাজ নয়, আমরা সবাইকে নিয়ে উন্নয়ন কাজে হাত দেব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন, নির্বাচনের সমম্বয়কারী এমপির ভাই আবু শাহরিয়ার জাহেদী পিপুল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ টোকন, উপজেলা আওয়ামী লীগের নেতা সাজেদুল ইসলাম টানু মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল, ফলসী ইউনিয়নের চেয়ারম্যান
অ্যাড. বজলুর রহমান, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহাম্মেদসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।সভা শেষে ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি নাসের শাহরিয়ার জাহেদীকে হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও চেয়ারম্যানদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ