ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৪, ২১:২১ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ০০:১৬

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় যাত্রীবাহী লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ‍উপজেলার খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খাড়াকান্দি এলাকায় স্বাধীন লিংক পরিবহন নামে একটি লেগুনাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং আহত হন ৫ জন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, ঢাকা-খুলনা মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাস স্বাধীন লিংক পরিবহন নামের একটি লেগুনার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৫ জন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ