ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ঘোড়ায় এসে পালকিতে বউ নিয়ে গেলেন বর

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৪, ২০:২৪

সোনালী শেরওয়ানির সাজে ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলেন বর। সব আয়োজন শেষে নববধূকে পালকিতে নিয়ে ছুটছে গ্রামের পথে। ঘোড়ায় চড়া বর আর বেহারার কাঁধের পালকিতে বউ। লাল ঘোমটার লাজুক বধূর রাঙা মুখটা দেখতে গ্রামীণ সড়কে মানুষের অন্ত নেই।

শুক্রবার (১৯ জানুয়ারি) গ্রাম বাংলার চিরায়ত প্রথার পালকিতে চড়ে শ্বশুর বাড়ি গেছেন পটুয়াখালী বাউফলের এক নববধূ। আদি বাংলার পুরনো সাজে এই বিয়ের আনুষ্ঠানিকতায় উচ্ছ্বাসের কমতি ছিল না।

জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে আনজু সিকদারের ছেলে মো. রুবেল সিকদার (৩০) এই বিয়ের বর। কনে একই ওয়ার্ডের মো. আব্দুর রবের মেয়ে ইয়ানুর আক্তার (২০)।

শুক্রবার পারিবারিকভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের আয়োজন শুরু হয়েছিল বৃহস্পতিবার। তিন দিনব্যাপী এই বিয়ের শেষদিন শনিবার (২০ জানুয়ারি)।

বর মো. রুবেল সিকদার জানান, ৮০ এর দশকে পালকি ছিলো, ঘোড়ায় চড়ে বর বউ নিতে আসতো, আজকের এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে আমি এই আয়োজন করেছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ