ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অটো চালক‌কে অর্ধনগ্ন করা সেই এসআই প্রত্যাহার

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৪, ২০:১৫

টাঙ্গাইলের ভূঞাপুরে সিএন‌জি চালিত অটোরিকশায় পর্দা না থাকায় চাল‌কের কাপড় খু‌লে অর্ধনগ্ন করার ঘটনায় উপপ‌রিদর্শক (এসআই) হা‌সিবুল হাসান‌কে প্রত‌্যাহার ক‌রা হয়ে‌ছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে তাকে ভূঞাপুর থানা থেকে প্রত‌্যাহার ক‌রে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা‌ যায়, গত ১৬ জানুয়া‌রি দিবাগত রা‌তে টহল দেওয়ার জন‌্য আনা সিএন‌জি চালিত অটোরিকশার একপা‌শে পর্দা না থাকায়, ভূঞাপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) হা‌সিবুল হাসান চালকের শরী‌রের জামাকাপড় খুলে বাসস্ট‌্যান্ড এলাকায় দাঁড় ক‌রি‌য়ে রা‌খেন। প‌রে ঘটনা‌টি শ্রমিক সংগঠ‌নে জানা‌লে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অন‌্যান‌্য চালকরা ক্ষুব্ধ হ‌য়ে বিক্ষোভ ক‌রেন। ‌

প‌রে এ নি‌য়ে গণমাধ‌্যমগু‌লো‌তে সংবাদ প্রকা‌শিত হওয়ার পর, তা‌ৎক্ষ‌ণিকভাবে উপপ‌রিদর্শক (এসআই) হা‌সিবুল হাসানকে বদ‌লির নি‌র্দেশ দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এর পরই শুক্রবার তা‌কে থানা থেকে প্রত‌্যাহার ক‌রে জেলা পুলিশ লাইন‌সে সংযুক্ত করা হলো।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, পু‌লি‌শ সুপা‌রের নি‌র্দেশে এসআই হা‌সিবুল হাসান‌কে থানা থেকে প্রত‌্যাহার ক‌রে পুলিশ লাইন‌সে সংযুক্ত করা হ‌য়ে‌ছে। তি‌নি দুপুরেই থানা ত‌্যাগ ক‌রে‌ছেন।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ