রাজশাহীতে প্রায় ৫ কোটি টাকার হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
শুক্রবার (১৯ জানুয়ারি) র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরআগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি শান্তিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা।
আটক মাদক কারবারির নাম রোকসানা (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি শান্তিপাড়ার আলমের স্ত্রী।
শুক্রবার (১৯ জানুয়ারি) র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি শান্তিপাড়া গ্রামের মাদক কারবারি রোকসানা (৩৮) বিক্রির জন্য তার বাড়িতে হেরোইন মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব তার বাড়ির চতুরদিক ঘিরে ফেলে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কেজি ১শ গ্রাম হেরোইন উদ্ধার হয়। একই সাথে রোকসানাকে আটক করে র্যাব।
এতে আরও বলা হয়, মাদক কারবারি রোকসানার বসতবাড়ির আঙ্গিনায় খড়ের স্তূপের নীচে বিশেষ কায়দায় মাটির ২ ফিট গভীরে হেরোইনগুলো লুকিয়ে রেখেছিলেন। পরে তাকে জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ