ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৪, ১৮:২৭

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেলে মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাজার আন্ডারপাস ওভার ব্রিজের উপরে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এতে আরেকজন আহত হন। আহত যুবককে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। আহত যুবককে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ