নড়াইলের লোহাগড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় ও শাহবাজপুর এতিমখানা চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় এতিম ও অসহায় শীতার্তদের মাঝে ২ হাজার ৫শ কম্বল বিতরণ করেন বাংলাদেশ পুলিশের সিআইডি বিভাগের ডিআইজি শেখ নাজমুল আলম বিপিএম(বার)পিপিএম(বার)।
সিটি ব্যাংক ও রংধনু গ্রুপের সৌজন্যে বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এলাকার এতিম ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন ডিআইজি নাজমুল আলম।
কম্বর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সুলতান আহমেদ বিপ্লব, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন, জয়পুর ইউনিয়নের মেম্বর বিল্লাল হোসেন, কাশিপুর ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় তিনি শাহবাজপুর এতিমখানায় কম্বল বিতরণ শেষে পবিত্র রমজান মাসে এতিমদের জন্য একটন চাউল ও একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ