স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম-দুর্নীতি-অবহেলা সহ্য করা হবে না জানিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সামন্ত লাল সেন বলেন, সারা জীবন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে ছিলাম এখনো আছি। তিনি বলেন, প্রান্তিক অঞ্চলগুলোতে স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে পারলে শহরে রোগীর চাপ কমে আসবে বলে আশ্বস্ত করেছেন ।
শুক্রবার (১৯ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন ও প্রার্থনা শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল পরিদর্শন করেছি। দেখেছি, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা।
তিনি বলেন, ডাক্তারের অবহেলায় কোনো রোগীর মৃত্যু হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগীর স্বজনদেরও মাথায় রাখতে হবে যে, কোনো মৃত্যু হলে হাসপাতাল ভাঙচুর করা- সেটিও কাম্য নয়। কী কারণে রোগীর মৃত্যু হলো, সেটিও খেয়াল রাখতে হবে।
এসময় নারায়ণগঞ্জসহ দেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট খোলার পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসকদের বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে।
করোনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ বা বিশ্ব থেকে এখনো করোনা শেষ হয়ে যায়নি। সর্বোপরি করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
নয়া শতাব্দী/ডিআইএ/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ