ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

মাইক্রোর সিটে অভিনব কায়দায় লুকানো ছিল ১ কেজি স্বর্ণালঙ্কার!

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:৪১

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে সিটের ভেতরে অভিনব কায়দায় লুকানো এক কেজি স্বর্ণালঙ্কারসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিদেশ থেকে স্বর্ণের একটি চালান চট্টগ্রাম বিমানবন্দর থেকে বের হবে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণসহ তাদের আটক করে কোস্টগার্ড।

উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে- ৫০টি স্বর্ণের চুড়ি, ৪৯টি স্বর্ণের আংটি (১ কেজি)। এছাড়া ১টি ল্যাপটপ, ১৯টি মোবাইল ফোন, ১৬ কার্টন ডানহিল সিগারেট জব্দ করা হয়েছে।

এদিন বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কমান্ডার এইচএম তানজিমুল ইসলাম মজুমদারের নেতৃত্বে চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পতেঙ্গা সিসিএমসির সামনে একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে, কোস্টগার্ড সদস্যরা গাড়িটি থামার সংকেত দেয়। এক পর্যায়ে মাইক্রোবাসটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা গাড়িটি ধাওয়া করে থামাতে সক্ষম হয়। পরে তল্লাশি চালিয়ে সিটের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৫০ পিস স্বর্ণের চুড়ি, ৪৯ পিস স্বর্ণের আংটি (১ কেজি), ১টি ল্যাপটপ, ১৯টি মোবাইল ফোন সেট, ১৬ কার্টুন ডানহিল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চালকসহ মাইক্রোতে থাকা ৩ জন পাচারকারীকে আটক করা হয়। তারা সবাই চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত। জব্দ স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে আটকদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ