ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বড়শিতে ধরা পড়া ১৮ কেজির বোয়াল সাড়ে ২৬ হাজারে বিক্রি

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ২৩:০২

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে এক সৌখিন মাছ শিকারির বড়শিতে ধরা পড়েছে সাড়ে ১৮ কেজির ওজনের একটি বোয়াল মাছ। যা সাড়ে ২৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রানীগঞ্জ ফেরিঘাটে কুশিয়ারা নদীতে বাচ্ছু মিয়ার বড়শিতে মাছটি ধরা পড়ে। বিশাল আকারের মাছটি দেখতে উৎসুখ জনতার ভিড় জমান নদীর পাড়ে।

বাচ্ছু মিয়া স্থানীয় রানীগঞ্জের বাসিন্দা, তিনি একজন দিনমজুর। পরে তিনি মাছটি বিক্রির জন্য জগন্নাথপুর মৎস্য আড়তে নিয়ে আসলে সেখানেও মাছটি এক নজরে দেখতে ভিড় জমে।

বাচ্ছু মিয়া বলেন, আমি একজন দিনমজুর। যেদিন কাজ মিলে না সেদিন বড়শি নিয়ে মাছ শিকারে যাই। গত ৬ মাস ধরে কুশিয়ারা নদীতে বড়শি ফেলছি। তবে একটি মাছও পাইনি। তবুও বড়শি ফেলেই আসছি।

তিনি বলেন, কনকনে শীতের মধ্যে আজ সকালে বড়শি নিয়ে নদীতে আসছি। হঠাৎ ১১টার দিকে বড়শিতে প্রচণ্ড টান অনুভব হলে ধীরে ধীরে বড়শি তুলে দেখতে পাই, বিশাল আকারের একটি বোয়াল। এতে আমি খুবই খুশি। বাজারে মাছটি সাড়ে ২৬ হাজার টাকায় বিক্রি করছি।

মাছটি বিক্রির কারণ চাইলে বাচ্ছু বলেন, আমি সৌখিন শিকারি। এত বড় মাছ খাওয়ারও তেমন কেউ নেই। তাই বিক্রি করে দিয়েছি। যে টাকা পেয়েছি এতে সংসারের অনেক দিনের খরচ যোগাতে পারবো।

জগন্নাথপুর শাপলা মৎস্য আড়তের মালিক মোহিতার আলী বলেন, সাড়ে ১৮ কেজির ওই বোয়াল মাছটি ২৬ হাজার ৫০০ টাকায় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ