ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ঈশ্বরদীতে চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ২১:৫৩

পাবনার ঈশ্বরদীতে পদ্মার চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে নিজ অর্থায়নে ৭০০ কম্বল বিতরণ করেছে সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। এতে সহযোগিতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে এসব কম্বল বিতরণ করা হয়।

সাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজেদুল করিম সাধুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সহকারী অধ্যাপক আখলাকুর রহমান রিপন, সাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সর্দার। সাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নঈম সরদার।

এসময় সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, আমার ইউনিয়নে একজন মানুষও শীতে কষ্ট পাবে না। এজন্যই আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ