ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ২১:৪৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ২২:০৯

নরসিংদীর রায়পুরায় পর্যটক এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মেথিকান্দা রেল স্টেশনের অদূরে মহিষমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিউর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সাবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মেথিকান্দা রেল স্টেশন অতিক্রমের পর মহিষমারা এলাকায় আসলে ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। এ ঘটনায় তার দেহ থেকে হাত পা আলাদা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। এ সময় তার পরনে ছিল শার্ট ও জ্যাকেট লুঙ্গি। খবর পেয়ে সকাল ১২টার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার নাম পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই ও রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিউর রহমান জানান, খবর পেয়ে দুপুর ১২টায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার নাম পরিচয় জানার চেষ্টা করছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ