বরিশালের বাকেরগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে ৩ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বাস স্ট্যান্ড বাজার, পাদ্রি শিবপুরের নিউমার্কেট বাজার ও কালিগঞ্জ হাটে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অভিযানে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, বাকেরগঞ্জ ফলাগড় এলাকার আমজাদ আলীর ছেলে রফিক খান, বরগুনার তালতলী উপজেলার জিরা খালি গ্রামের মালেক শিকদারের ছেলে মোতালেব, বাকেরগঞ্জের কালীগঞ্জের উত্তর ফলাগড় গ্রামের জলফু হাওলাদারের ছেলে জসিম হাওলাদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় উপজেলা মৎস বিভাগ ও উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকা বিক্রির ও সরবরাহের দায়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। পরে তাদেরকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফুল ইসলাম বলেন, মৎস্য সংরক্ষণ সুরক্ষা আইন ১৯৫০ সালের বিধান মোতাবেক জাটকা বিক্রির অপরাধে জন প্রতি পাঁচ হাজার করে তিনজনের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন, জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় দুটোই নিষিদ্ধ। যারা এর সাথে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। এ অভিযান সবসময় অব্যাহত রাখা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন ও বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।
উল্লেখ্য, জাটকা ইলিশ রক্ষায় গত ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নদ নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই ৮ মাস জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ