গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ইজতেমা শুরু হয়।
পলাশবাড়ি উপজেলার মাঠেরহাট এলাকার ইটভাটা সংলগ্ন ফাঁকা জমিতে এবারের ইজতেমা আয়োজন করেছে জেলা তাবলিগ জামাত। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমার কার্যক্রম।
ইতোমধ্যেই ইজতেমা ময়দানে গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা যোগ দিয়েছেন। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের নামাজ ও থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অস্থায়ী টয়লেট, অজু ও গোছলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে।
আম বয়ানের মধ্যেদিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করে ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক শাহজাহান কবির বলেন, তিন দিনব্যাপী এবারের ইজতেমায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান যোগ দিচ্ছেন। ইজতেমায় দেশি-বিদেশি তাবলিগ জামাতের মুরব্বিরা গুরুত্বপূর্ণ বয়ান করবেন। শনিবার বাদ জোহরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে।
এদিকে ইজতেমা মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা।
তিনি বলেন, ইজতেমা ময়দানে নিরাপত্তার পাশাপাশি যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ