ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

চুয়াডাঙ্গায় শীতের মধ্যে ১৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১৯:৪৫

ভোরের আলো ফোটার আগেই চুয়াডাঙ্গার আকাশে জমতে শুরু করে কালো মেঘ। ভোর পৌনে ৬টায় হঠাৎ করেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে জেলাজুড়ে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরের এক পশলা বৃষ্টিতে শহরের পিচ ঢালা পথের সাথে ভিজেছে রুক্ষ হয়ে যাওয়া সবুজ পাতারা। প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি।

তবে হঠাৎ বৃষ্টির কারণে দুর্ভোগে পড়তে হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী ও অফিসগামী মানুষের।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় এদিন সকাল ৯ টায় ৯২ শতাংশ বাতাসের আর্দ্রতার সাথে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ভোর থেকে সকাল ৮ টা পর্যন্ত ১৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আমরা আগে থেকে বার্তা দিয়ে আসছি ১৮ জানুয়ারি খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মোতাবেক সকালেই খুলনা, যশোরসহ বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। বৃষ্টি থেমে গেলে তাপমাত্রা আরও কমে আসবে। আগামী সপ্তাহ থেকে এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ