ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ভৈরবের সীমানার দ্বন্দ্বে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫৭

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে লিলু মিয়া নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া নামাপাড়া মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গজারিয়া নামাপাড়া মুন্সি বাড়ির স্বপন মিয়ার সাথে তার আপন ছোট ভাই লিলু মিয়ার বাড়ি সীমানায় একফুট জায়গা নিয়ে পূর্ব থেকেই দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার সকালে স্বপন মিয়া নতুন ঘর নির্মাণের কাজ করার সময় স্থানীয় কিছু ব্যক্তির উপস্থিতিতে লিলু মিয়াকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। এসময় লিলু মিয়ার কাছ থেকে একফুট জায়গা জোরপূর্বক নিতে চাইলে স্বপন মিয়া ও তার চাচা শ্বশুর একই গ্রামের ইদ্রিস মিয়ার (৬০) সাথে তর্কাতর্কি হয়। এসময় ইদ্রিস মিয়া ও স্বপন মিয়া লিলু মিয়ার উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্বজনরা আহত অবস্থায় লিলু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ