ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জয়পুরহাটে পিস্তলসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৭

জয়পুরহাটে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেনসিডিলসহ মনির হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর রাতে পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনির হোসেন ছোটমানিক এলাকার মিজানুর রহমান মিনুর ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, গ্রেফতার মনির পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার শয়নকক্ষে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১১৬ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ