ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিভাগীয় মামলা, তদন্ত কমিটি গঠন

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৪

লালমনি এক্সপ্রেসে ট্রেনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রেলের এটেনডেন্ট আক্কাস গাজীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় বিভাগীয় মামলা এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু এসব তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লালমনিরহাট ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার (ডিটিও) আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়। অপর তিন সদস্য হলেন- তাসরুজ্জামান বাবু, রেলওয়ে হাসপাতালের ডাক্তার মাহফুজুর রহমান ভুইয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট (আরএমডি) শফিকুর রহমান। কন্ট্রোল অর্ডারের মাধ্যমে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম এ নির্দেশনা দিয়েছেন।

রেল সূত্রে জানা যায়, গতকাল পুলিশ কর্তৃক মামলা দায়ের ও অভিযুক্ত আক্কাস গাজীকে গ্রেফতারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকালই চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে রেল বিভাগ।

এদিকে দুপুরে ওই শিক্ষার্থীকে ২২ ধারায় আদালতে জবানবন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার পরিবারের কেউ লালমনিরহাটে আসেনি।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, ভুক্তভোগী শিক্ষার্থীকে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। তার পরিবার আসলে আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে।

বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু জানান, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আমরা ব্যাথিত। ধর্ষকের বিষয়ে কোনো ছাড় নেই। আমরা তদন্ত করছি। আইনি ব্যবস্থার বাইরেও রেল বিভাগ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ