ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

কুষ্টিয়া প্রেসক্লাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:২৪

কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় বিভিন্ন সংবাদপত্রের হকার, গণমাধ্যমের অফিস স্টাফ, কম্পিউটার অপারেটর, অস্বচ্ছল সংবাদকর্মীসহ ১৬০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাকী, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, কোষাধ্যক্ষ এম লিটন উজ-জামান, নির্বাহী সদস্য এম এ জিহাদ, খালিদ হাসান সিপাই ও নির্বাহী সদস্য এ এইচ এম আরিফসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি কুষ্টিয়ায় শৈত্যপ্রবাহের কারণে শীত জেঁকে বসেছে। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন এই কম্বল বিতরণ করেন। এসময় তারা সমাজের সামর্থবানদের কম্বল বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ