দীর্ঘ ছয় মাস পর খুলে দেওয়া হলো বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র দেবতাখুম। ২২ জানুয়ারি থেকে পর্যটকরা দেবতাখুমে ভ্রমণ করতে পারবেন।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুলাই ২০২৩ মূলে জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দফতর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের ১৭ জানুয়ারি ২০২৪ তারিখের এক পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ২২ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হলো।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, দীর্ঘদিন বন্ধ থাকলেও আগামী ২২ জানুয়ারি থেকে পর্যটকরা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাকুমে ভ্রমণ করতে পারবে, তবে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের পূর্বে উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সর্তকর্তা অবলম্বন করতে হবে।
প্রসঙ্গত, বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় সন্ত্রাসীদের নির্মূলে অভিযান শুরু করে যৌথবাহিনী, আর পর্যটকদের নিরাপত্তায় বান্দরবানের কয়েকটি উপজেলায় কয়েক দফা গণবিজ্ঞপ্তি জারি করে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। আর সর্বশেষ ২০২৩ সালের ১৪ জুলাই বান্দরবানের জেলা প্রশাসক এক গণবিজ্ঞপ্তির জারি করে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ