ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৈয়দপুরে স্কুলছাত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫

নীলফামারীর সৈয়দপুরে নবম শ্রেণির ছাত্রী প্রিয়াংকা হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর শহরের শহিদ ডা. জিকরুল হক সড়কে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ওব্যাট স্কুলের প্রধান শিক্ষকা মোছা. তাবাসসুম আক্তার, সহপাঠী মোছা. নাদিয়া, মোছা. তানিয়া, বাবা মো. পাপ্পু, মা রুপা বেগম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতা রুহুল আলম মাস্টার, বিশিষ্টজন ওবায়দুর রহমান প্রমুখ।

জানা যায়, এনজিও পরিচালিত ওব্যাট স্কুলের নবম শ্রেণির ছাত্রী প্রিয়াংকার প্রায় ছয় মাস আগে শহরের মিস্ত্রিপাড়া সেতু কারখানা সংলগ্ন এলাকার অধিবাসী বাদশা মিয়ার ছেলে মো. বিজয়ের সাথে বিয়ে হয়। বিয়ের কয়েকমাস ভালো কাটলেও দাম্পত্য কলহের জেরে গত বছরের ২৭ ডিসেম্বর প্রিয়াংকাকে শারীরিক নির্যাতন করে স্বামী বিজয় ও শ্বশুর বাড়ির লোকেরা। পরে গুরুতর আহত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় প্রিয়াংকা।

এ আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তিনজনকে অভিযুক্ত করে গত ২৮ ডিসেম্বর সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে স্বামী মো. বিজয়, দেবর মো. বাবু ও শাশুড়ি রূপালী বেগমকে অভিযুক্ত করা হয়। মামলা দায়েরের দিনেই পুলিশ প্রিয়াংকার স্বামী মো. বিজয়কে গ্রেফতার করে জেলহাজতে পাঠান।

মানববন্ধনে প্রিয়াংকা হত্যায় বাকি আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি করেন ওব্যাট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা।

সৈয়ঢদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, মামলাটি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে। মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ