ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নড়াইলে একাধিক মামলার আসামি পিস্তলসহ গ্রেফতার

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১৩:২৩

নড়াইলে পিস্তলসহ একাধিক মামলার আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নুরুল ইসলাম ওরফে নূর মিয়া নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের আকরাম বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতার শেখ নূর মিয়া ওরফে নুরুল ইসলাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার ও সন্ত্রাসী কাজে লিপ্ত ছিলেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদে জানতে পেরে, সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার নামে অবৈধ অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে নড়াইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে বলেন, র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার নুরুল ইসলামের নামে নড়াইল সদর থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ