গাজীপুরের শ্রীপুরে ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ডোবায় পড়ে মো. মাফিজ মণ্ডল (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন চালক।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের গাজীপুর-বদনীভাঙা আঞ্চলিক সড়কের গোপাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মাফিজ মণ্ডল উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মো. গোলাম মাওলার ছেলে। তবে তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ বলেন, প্রাইভেটকার ডোবায় পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন বলেন, চালককে নিয়ে মাফিজ মণ্ডল জরুরি কাজে নিজের প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন। ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বদনীভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ডোবায় ছিটকে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে যায় গাড়িটি। স্থানীয়রা দেখতে পেয়ে দরজা ভেঙে বের করার আগে প্রাইভেটকার মালিকের মৃত্যু হয়। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ