ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ঝরল দুই প্রাণ

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৫

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত ও অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি ) ভোররাত দুইটার দিকে সদর উপজেলার সোনাসুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনা জেলার রূপসা উপজেলার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫)।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিলো। রাত দুইটার দিকে সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ