ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

কাউখালীতে শীতবস্ত্র বিতরণ

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৫৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ২০:০২

পিরোজপুরের কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অস্বচ্ছল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার নিজস্ব ভবন থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কাউখালী শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ওসি মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুল জলিল আকন।

এসময় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কাউখালী শাখার সিনিয়র সহ-সভাপতি সাবেক ওসি মোবাশ্বের আলী, সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত নাথ, উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম মুজাহিদ প্রমুখ।

সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন বলেন, শীতবস্ত্র বিতরণের কাজ অব্যাহত থাকবে এবং আমরা অসহায় শীতার্ত মানুষের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ