ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

হোসেনপুরের বৈঠাখালী ব্রিজ এখন মরণ ফাঁদ!

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৪৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ২০:১০

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের নারায়নডহর-নিমুখালী বাজার সড়কের পুমদি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে বৈঠাখালী ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের দুই পাশে নেই কোনো রেলিং। বেশিরভাগ পিলারের পলেস্তারা উঠে গেছে। বেরিয়ে গেছে রড। যে কোনো সময় ব্রিজ ভেঙে পড়ে, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

যান চলাচলের বিকল্প কোনো রাস্তা না থাকায় ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়েই যাতায়াত করেন ১২ গ্রামের ৩০ হাজারেরও বেশি মানুষ। প্রায় ৩ যুগ আগে নির্মিত ব্রিজটি পুমদি ও গোবিন্দপুর দুই ইউনিয়নের জনসাধারণের জীবন-জীবিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ব্রিজটি পুনঃনির্মাণের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে পুমদি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শামছুল আলম জানান, দীর্ঘ ৫ বছর ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ। মনে আতঙ্ক-ভয় আর ঝুঁকি নিয়ে ব্রিজের ওপর দিয়ে স্কুলের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করছে। ব্রিজটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছি।

পুমদি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন মিয়া জানান, সহপাঠিদের নিয়ে সাইকেল চালিয়ে ব্রিজ দিয়ে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমরা ভয়ে পারাপার হই। আমাদের স্কুলে পাঠিয়ে অভিভাবকরাও আতঙ্কে থাকে।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, ব্রিজটির ওপর দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়, কখন যেন এটি ভেঙে পড়ে। এমন আশঙ্কা নিয়ে ওই ব্রিজের ওপর দিয়ে জেলা-উপজেলা সদরে নিয়মিত চলাচল করছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

উপজেলা প্রকৌশলী গালিব মুরর্শেদ জানান, ইতোমধ্যে ব্রিজটি পুনঃনির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ