ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

মাঠ থেকে নারীর অর্ধপোড়া মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:২২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:২৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে আগুনে অর্ধপোড়া এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে জগন্নাথপুর উপজেলার পৌরসভার ইকড়ছই এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার পেছনের মাঠে অজ্ঞাতনামা এক নারীর অর্ধপোড়া মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা জগন্নাথপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ এখনও ঘটনাস্থলে আছে। সিলেটের সিআইডির একটি বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ওসি আরও জানান, মরদেহের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ