ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শ্রীনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:০৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জসিম মুন্সি (৪০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা আব্দুল আলিম (৩৫) নামক এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে মাওয়া-ভাগ্যকুল সড়কের শ্রীনগর উপজেলা কবুতরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জসিম মুন্সি উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের মৃত সালাম মুন্সির ছেলে।

নিহতের বড় ভাই উজ্জল মুন্সি জানান, দুপুরে বাড়িতে খাওয়া-দাওয়া সেরে তার ভাই জসিম মুন্সি বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। রাত ৯টার দিকে কবুতর খোলার এক ব্যক্তি মোবাইল ফোনে সংবাদ দেয় তার ভাইকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে। দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, হাসপাতাল থেকে জসিমের মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আব্দুল আলিম নামক একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াাধীন রয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ