ময়মনসিংহে একদিনে প্রতিবন্ধীসহ দুই চালককে হত্যা করে তাদের অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার ময়মনসিংহ সদর ও ত্রিশাল উপজেলায় পৃথক এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার সদরের গোপালনগর গ্রামের কারীর মিল নামক এলাকা থেকে নাজিমুদ্দিন (৩৯) এবং একই দিন দুপুরে জেলার ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কলাখেত থেকে শারীরিক প্রতিবন্ধী রাকিবের (১৪) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাজিমুদ্দিন সদর উপজেলার গোপালনগর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। আর প্রতিবন্ধী রাকিব ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের নদীর পাড় এলাকার বাবুল মিয়ার ছেলে। তারা দুজনই পেশায় অটোরিকশাচালক।
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দিনভর অটোরিকশা চালিয়ে নাজিমুদ্দিন রাত ১১টা নাগাদ বাড়ি ফেরার পথে সদর উপজেলার গোপালনগর গ্রামের কারীর মিল নামক স্থানে পৌঁছলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, নিহত রাকিব ছিলেন শারীরিক প্রতিবন্ধী। তিনি হাঁটতে পারতেন না। গত সোমবার রাকিব অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পরদিন দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কলাখেতে মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, রাকিবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাকিবের অটোরিকশার সন্ধ্যান এখনো মেলেনি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ