ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

পূর্বধলায় অগ্নিকাণ্ডে দুই ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৪, ১৭:২৬ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩

নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে সার-কীটনাশক ও লেপ-তোষকের দোকান ভস্মীভূত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে জালশুকা কুমুদগঞ্জ বাজারের আব্দুল্লাহর লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী এবায়েদুলের সার কীটনাশকের দোকানে ছড়িয়ে পড়লে লেপ তোষকের দোকান ও একটি সার কীটনাশকের দোকান ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ আগুন নেভানোর জন্য এগিয়ে আসে। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২ ঘণ্টা ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পূর্বধলা ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মো. সাইফুল ইসলাম জানান, শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এতে আনুমানিক ৯ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ