ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

সীতাকুণ্ডে মুখোশধারী আতঙ্কে মালিকরা, ২ শিপইয়ার্ডে চুরি

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪২

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ও সোনাইছড়িতে পরপর দুই রাতে দুটি শিপ ইয়ার্ডে চুরির ঘটনা ঘটেছে। শিপইয়ার্ড থেকে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ইলেকট্রিক তামার ক্যাবল চুরি করেছে চোরচক্র।

গত রোববার (১১ জানুয়ারি) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গামারীতল এলাকার সমুদ্র উপকূলে অবস্থিত ক্রীস্টাল শিপার্স লিমিটেড ইয়ার্ডে এবং এরআগের রাতে শুক্রবার রাতে ভাটিয়ারী এলাকার সিমনি শিপ রিসাইক্লিং ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ইয়ার্ডেও চুরির চেষ্টা করে। তবে, সিমনির ইয়ার্ডের নিরাপত্তা কর্মীর ধাওয়ায় পালিয়ে যায় চোরেরা।

সিমনি শিপ রিসাইক্লিং ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড শিপইয়ার্ডের মালিক লায়ন মোহাম্মদ ইমরান সদ্য সমাপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করেন।

চুরির ঘটনায় ক্রিস্টাল শিপার্স লিমিটেড ইয়ার্ডের সিনিয়র ম্যানেজার সাইফুল ইসলাম মাহমুদ ও সিমনি শিপ রিসাইক্লিং ইয়ার্ডের ম্যানেজার সুবোধ রায় সীতাকুণ্ড মডেল থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।

ক্রিস্টাল শিপার্স লিমিটেডের অভিযোগ সূত্রে জানা যায়, ইয়ার্ডে গভীর রাতে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা সাগরপাড় দিয়ে এসে ১৬ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তামার ক্যাবল লুট করে নিয়ে যায়।

ক্রিস্টাল শিপার্স লিমিটেডের ব্যবস্থাপক সাইফুল ইসলাম মাহমুদ বলেন, চোরচক্রের সদস্যরা সবাই মুখোশ পরা ছিল, তাই কারো পরিচয় জানা যায়নি। কিন্তু অভিযোগের সাত দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এটা খুবই দুঃখজনক।

সিমনি শিপ রিসাইক্লিং ইয়ার্ডের মালিক লায়ন মোহাম্মদ ইমরান বলেন, গত শুক্রবার ২০/৩০ জন মুখোশধারী গভীর রাতে চুরি করতে ইয়ার্ডে প্রবেশ করেছিল। ডিউটিতে থাকা নিরাপত্তাকর্মীরা তাদের প্রতিহত করতে গেলে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায় চোরেরা। এতে কোনো আর্থিক ক্ষতি হতে পারেনি। চোরদের কোনো অপ্রীতিকর উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা দরকার।

এঘটনায় অভিযোগকারী সিমনি শিপ রিসাইক্লিং ই্ন্ড্রাস্ট্রিজ ইয়ার্ডের ম্যানেজার সুবোধ রায় মুঠোফোনে বলেন, আমাদের প্রতিষ্ঠানে এরআগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিতায় গত শুক্রবার গভীর রাতে ২০/৩০ চোর চুরির উদ্দেশ্যে আমার প্রতিষ্ঠানে প্রবেশ করে। পরে নিরাপত্তাকর্মীরা তাদের দেখে ধাওয়া করলে চোরেরা অন্ধকারে সাগর পাড়ে পালিয়ে যায়। আমি বাদী হয়ে সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, অভিযোগের তদন্ত চলছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ