ময়মনসিংহের ত্রিশালের একটি কলাখেত রাকিব (১৪) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাগামারা চেয়ারম্যানবাড়ি নামক স্থানের একটি কলাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাকিব উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের নদীর পাড় এলাকার বাবুল মিয়ার ছেলে। সে পেশায় অটোচালক ছিলো।
নিহতের পরিবার ও পুলিশসূত্রে জানা যায়, সোমবার (১৫ জানুয়ারি) রাত থেকে রাকিবকে খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। সে শারীরিক প্রতিবন্ধী, হাঁটতে পারতো না। একটি অটোরিকশা চালাতো সে। নিখোঁজের একদিন পর মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে কলাবাগানে তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে, ত্রিশাল থানা পুলিশ তা উদ্ধার করে। লাশ উদ্ধার করলেও অটোরিকশাটি পাওয়া যায়নি।
রাকিবের পিতা বাবুল মিয়া বলেন, 'সোমবার থেকেই আমার শারীরিক প্রতিবন্ধী ছেলেটি নিখোঁজ ছিল। সে একটি অটোরিকশা চালাতো। ছেলেকে সারারাত গফরগাঁও ও ভালুকা এই দুই উপজেলায় খুঁজেছি। মঙ্গলবার দুপুরে শুনি তার লাশ চেয়ারম্যানবাড়ি এলাকায় কলাবাগানে পাওয়া গেছে। আমার এক মেয়ে দুই ছেলের মধ্যে রাকিব সবার ছোট ছিল। আমার এই ছেলেটা প্রতিবন্ধী। বাপ-ছেলে মিলে কামাই করে খাইতাম।'
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ