ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

‘বাল্কহেডের ধাক্কায় নয়, তলা দিয়ে পানি উঠে ফেরিডুবি’

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪১

বাল্কহেডের ধাক্কায় নয়, তলা দিয়ে পানি উঠে ফেরিডুবির ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন। তাদের দাবি, ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার তলা দিয়ে ভোর ৪টা থেকে পানি ওঠা শুরু হয়। ফেরিতে থাকা ট্রাকমালিক কুষ্টিয়ার বাসিন্দা নাজমুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘ফেরিটিতে কোনো বাল্কহেড ধাক্কা দেয়নি।

নিচ দিয়ে পানি উঠে এটি ডুবে গেছে। বড় ট্রাকে মালামাল নিয়ে তাঁরা চাঁদপুর যাচ্ছিলেন। রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে ছিল।’ আরেক প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, ‘ফেরিওয়ালাদের গাফিলতিতে ডুবছে। তারা ঘাট কর্তৃপক্ষকে কিছু জানায়নি।

ঘাটের ২০০ মিটারের কাছে থেকেও ফেরিটি ডুবে গেছে। নিচ দিয়ে পানি উঠেছে। তারা এখন বলছে, বাল্কহেডের ধাক্কায় ফেরি ডুবেছে।’ এদিকে ফেরির যন্ত্রযানচালক হুমায়ুন কবির এখনো নিখোঁজ জানিয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, ‘বাল্কহেডের ধাক্কায় ফেরি ডুবেছে। এতটুকুই আমার তথ্য। তবে নিচ দিয়ে পানি উঠে ফেরি ডুবেছে বলে প্রত্যক্ষদর্শীর দাবি খতিয়ে দেখা হবে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, বাল্কহেডের ধাক্কায় ফেরি ডুবেছে। এতটুকুই আমার তথ্য। তবে নিচ দিয়ে পানি উঠে ফেরি ডুবেছে বলে প্রত্যক্ষদর্শীর দাবি খতিয়ে দেখা হবে।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ