লক্ষ্মীপুর সদরে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও হাসান গাজী ওরফে শাকিল (২২) নামে দুই যুবককে আটক করছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চর মন্ডল গ্রামের মুন্সিরহাট বাজারের অদূরে শামিমের চা-দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ফরহাদ হোসেন ফাহিম জেলার রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত দুলাল মিয়ার ছেলে এবং হাসান গাজি শাকিল চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সেনরা গ্রামের জাহাঙ্গীর গাজির ছেলে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটক ফাহিম ও শাকিল অস্ত্র বিক্রি করতে এসে স্থানীয় গ্রামবাসীর হাতে ধরা পড়ে। তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। এ বিষয়ে আমরা আরও তদন্ত করছি। প্রেস ব্রিফিং করে বিস্তারিত পরে জানানো হবে।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ