পণ্যবাহী গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাট এলাকায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে রওনা হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ফেরি চালকের সহকারী নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ’র ট্রাফিক বিভাগের পরিচালক জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রাথমিক তথ্যমতে, বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। এতে কোনো যাত্রীবাহী পরিবহন ছিল না। তবে নয়টি পণ্যবাহী পরিবহন ফেরির সঙ্গে পানিতে ডুবে যাওয়ার তথ্য পেয়েছেন তারা।
ফেরিটি উদ্ধারে দুইটি উদ্ধারকারী জাহাজকে এক সঙ্গে ডাকা হয়েছে। দৌলতদিয়া হতে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে হামজা। একইসঙ্গে মাওয়া ঘাট হতে যাত্রা শুরু করেছে রুস্তমও।
তীরের কাছাকাছি এসে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ফেরিটি। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি রজনীগন্ধা-৭ নামে ইউটিলিটি টাইপ (ছোট) ফেরিটি ডুবে যায়। এতে ছোট-বড় মিলিয়ে অন্তত ৯টি ট্রাক ছিল।
নয়া শতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ