চুয়াডাঙ্গার জীবননগরের উথলীর তেতুলতলা-ঘোড়ামারা রেলগেটের অদূরে রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ফাটল দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের ফাটল দেখার পর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে তারা লাল পতাকা টানিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী এবং পার্বতীপুর অভিমুখী দুটি লোকাল ট্রেন ঘটনাস্থলের আগে থামিয়ে দেন। পরে ট্রেনগুলো ধীরে ধীরে ঘটনাস্থল থেকে অতিক্রম করে।
উথলী রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। এটাকে ক্র্যাক বলা হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ