ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

৩ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

প্রকাশনার সময়: ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:৫৮

তৃতীয়বারের মতো তিন দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মঙ্গলবার (১৬ জানুয়ারি ) দুপুর ২টা ১০ মিনিটে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর এসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে সড়ক পথে ৩টার দিকে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তৃতীয়বারের মতো নিজ জেলা পাবনা গেলেন মোঃ সাহাবুদ্দিন। জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার (১৫ জানুয়ারি) বৈরী আবহাওয়ার কারণে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ঘনকুয়াশার মধ্যে পড়ে ঢাকায় ফিরে যান। ফলে গতকালের কর্মসূচি স্থগিত করা হয়।

মঙ্গলবার সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে বিশ্রাম গ্রহণ করে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রাতে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ