মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়কে কলাগাছ ফেলে এবং চাপাতি দিয়ে কুপিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন একজন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস এলাকার লক্ষীবিলাস সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কেয়াইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল কুমার মন্ডল বলেন, আজ ভোরে আমাদের লক্ষীবিলাসের কালিবাড়ী রাধা গবিন্দ মন্দিরের কির্তন অনুষ্ঠানের বাজার করার জন্য খগেন মন্ডল (৫৫), নিরঞ্জন মন্ডলসহ (৬০) পাঁচ জনের একটি দল লেগুনা রিজার্ভ করে ঢাকা যাচ্ছিলো।
কিন্তু বাড়ির পাশেই সড়কে কলাগাছ ফেলে ৩-৪ জন মুখোশধারী দেশিয় অস্ত্র, চাপাতি, বটি, দা নিয়ে তাদের জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় খগেন মন্ডলকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে ডাকাত দল। মারধরে আহত হন নিরঞ্জন মন্ডলও। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বর্তমানে বাড়িতেই আছেন বলে জানান ইউপি সদস্য।
আহত খগেন মন্ডল জানান, ওরা ৩-৪ জন ছিল। ওদের কারো কাছে চাপাতি, কারো কাছে বটি, দা ছিল। প্রথমে আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়, পরে আমাকে চাপাতি দিয়ে কোপ দেয় এবং আমাদের কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকার মতো ছিনিয়ে নেয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, ডাকাতি হয়নি, তবে কয়েকজন লোক আটক করে টাকা-পয়সা নিয়ে গেছে।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ