ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে চালক নিহত 

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৪, ২০:০৪

নেত্রকোনার পূর্বধলায় মোটরসাইকেল-পিকআপ ভ্যানের সংঘর্ষে আব্দুল মোতালেব শেখ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পূর্বধলা-নেত্রকোনা সড়কে সিন্দুরাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব শেখ উপজেলার সদর ইউনিয়নের সিন্দুরাটিয়া গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে নারায়নডহর বাজারে যাচ্ছিলেন। পরে সিন্দুরাটিয়ায় পূর্বধলা-নেত্রকোনা সড়কে উঠার সময় পশ্চিম দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেলচালকের মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, চালকসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ