ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৪, ১৯:৫৩

চট্টগ্রাম মহানগরের কর্নেল হাটে রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় পরীজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আকবর শাহ থানাধীন কর্নেল হাট ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরীজান বিবি কর্নেলহাট এলাকার মকিম তালুকদার বাড়ির ওয়াহিদ উল্লাহর স্ত্রী।

ভিকটিমের নাতি জায়েদ আহমেদ বলেন, তার দাদি রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি দ্রুত গতির বাস তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গাড়ির নম্বর বা শনাক্ত করার কোনো তথ্য দিতে পারেননি।

আকবর শাহ থানার উপ-পরিদর্শক আবদুল আউয়াল বলেন, গাড়িটি এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ গাড়িটি আটকের চেষ্টা করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ