ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নড়াইলে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৪, ১৭:২২

নড়াইলের লোহাগড়ায় ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এরআগে রোববার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলন মিয়ার মুদি দোকানের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল্লাহ বিশ্বাস (৩৬), ওমর আলী (৩৫), মো. শামীম ফকির (৪৯), ফেরদাউস শিকদার (২৮) ও মো. ইব্রাহিম শিকদার (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই (নি.) এম সজীব আহমেদ, এএসআই (নি.) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলন মিয়ার মুদি দোকানের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ