ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে চীনা নাগরিকের মৃত্যু

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে রেন ঝি নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে আরপিসিএল বিদ্যুৎকেন্দ্রের ভেতরে সৌরবিদ্যুৎ চালিত ইজিবাইক চালানো অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রেন ঝি ওই বিদ্যুৎকেন্দ্রে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান নান থং সিংজিংয়ে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ড. ফারহানা তাসনিম তৃণা জানান, শীতজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, সকালে ওই ব্যক্তি নিজেই ইজিবাইক ড্রাইভ করিছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ