ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

প্রকাশনার সময়: ১৪ জানুয়ারি ২০২৪, ১৯:৫৯

রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুল ইসলাম রানাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার আরিফপুর মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাকিবুল ইসলাম রানা বাঘা উপজেলার নওটিকা গ্রামের অকমল প্রামানিকের ছেলে।

জানা যায়, গত ৭ জানুয়ারি উপজেলার নওটিকা-আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রেজাউল করিম ও মিশন সরকারকে মারপিট করে আহত করা হয়। এ ঘটনায় ১১ জানুয়ারি মিজানুর রহমান বাদী হয়ে জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সভাপতি সাকিবুল ইসলাম রানাসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাকে পুলিশ গ্রেফতার করে।

মামলার তদন্তকারী অফিসার সহকরী পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, গ্রেফতার ছাত্রলীগ নেতাকে শনিবার (১৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৯ অক্টোবর রাজশাহী জেলা শাখা কমিটির ছাত্রলীগের সভাপতিকে কেন্দ্রীয় ছাত্রলীগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেও বহিষ্কার করা হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ