ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

টঙ্গীর ধানখেতে মিলল অজ্ঞাতনামা মরদেহ

প্রকাশনার সময়: ১৪ জানুয়ারি ২০২৪, ১৯:২০ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ১৯:৩৪

গাজীপুরের টঙ্গীতে ধানখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে টঙ্গীর শিলমুন জাম্বুরারটেক এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশ ও স্থানীয় কৃষক সূত্রে জানা যায়, রোববার দুপুরে ওই এলাকার একটি ধানখেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় ধানখেতে জমাট বাধা কাঁদা পানিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হত্যার পর ধানখেতে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ