ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

ময়মনসিংহে জামানত হারালেন ৯ প্রার্থীর সাতজনই 

প্রকাশনার সময়: ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ৭ জনই জামানত হারিয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) উপজেলার ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই স্থগিত আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

এরআগে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের একটি কেন্দ্রের সব ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় আসনটির ফলাফল স্থগিত করা হয়েছিল।

এ আসনে উপজেলার মোট ৯২টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ২২ হাজার ৫৭৪ জন। কাস্টিং ভোটের শতকরা হার ৪৩.৭৫ শতাংশ। এ উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৭৬ হাজার ৪০ জন।

উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক মিয়া এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, কাস্টিং ভোটের ৮ ভাগের একাংশ ভোট না পাওয়ায় এ আসনে ৯ জনের মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যারা জামানত হারিয়েছেন তারা হলেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকের প্রার্থী মো. জামাল উদ্দিন, বাংলাদেশ পিপলস পার্টি (এনপিপি) আম প্রতীকের প্রার্থী শফিউল আলম লিংকন, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফ হাসান অণু, ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম ও কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন।তাদের মধ্যে লাঙ্গল ও ফুলকপি প্রতীকের প্রার্থী সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

নির্বাচন শেষে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, কেটলি প্রতীক ৯ হাজার ২৩০ ভোট, ঈগল প্রতীক ২ হাজার ২৫১ ভোট, কাঁচি প্রতীক ৮৯৩ ভোট, লাঙ্গল প্রতীক ৩৫১ ভোট, সোনালি আঁশ প্রতীক ১৫৩ ভোট, আম প্রতীক ১১৮ ভোট, ফুলকপি প্রতীক ১০২ ভোট পেয়েছেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ