এ যেন ঠিক 'মড়ার উপর খাঁড়ার ঘা'। চট্টগ্রামের মিরসরাইয়ে ঘটেছে ঠিক এমনই এক ঘটনা। কারখানায় কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যান সুজন চন্দ্র নাথ (৩০) নামে এক শ্রমিক। এরপর চলন্ত গাড়ি চাপায় গুরুতর আহত হলে হাসপাতালে তার মৃত্যু হয়।
রোববার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম (হাইটেক ইঞ্জিনিয়ারিং) কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সুজন উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের সুভাষ চন্দ্র নাথের ছেলে।
সুজনের প্রতিবেশী অহিদুর রহমান জানান, সুজন প্রতিদিনের মতো বিএসআরএম কারখানায় উপরে কাজ করছিলেন। হঠাৎ অসাবধানবসত নিচে পড়ে যান। এসময় একটি চলন্ত গাড়ি তাকে চাপা দেয়। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএসআরএম গ্রুপের ম্যানেজার (এডমিন) দেলোয়ার হোসেন মোল্লা জানান, রোববার দুপুরে কাজ করার সময় সুজন নামে এক শ্রমিক উপর থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এর আগে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ