ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

প্রকাশনার সময়: ১৪ জানুয়ারি ২০২৪, ১৬:১৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নুর আলম মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

নিহত নুর আলম মিয়া উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামের হাফিজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত মেনাজ উদ্দিনের ছেলে খুশি মিয়ার সঙ্গে হাফিজার রহমানের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গত ৮ জানুয়ারি দুপুরে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন নুর আলম মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন নুর আলম মিয়া রোববার (১৪ জানুয়ারি) সকালের দিকে মারা যান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, জমি নিয়ে দ্বন্দ্বের কারণে নুর আলম নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এক আসামিকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ