ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জুয়া খেলার অপরাধে ডোমারে ৬ জন গ্রেফতার

প্রকাশনার সময়: ১৪ জানুয়ারি ২০২৪, ১৬:০৫

নীলফামারীর ডোমারে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, এসআই শাকিল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোটরাউতা কালিমন্দির এলাকার নুর জামালের বাড়ি থেকে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ছয়জনকে আটক করে।

আটকরা হলেন, ডোমার বক্করের মোড়ের জাবেদ আলীর ছেলে আব্দুল গণি (৫০), উত্তর হরিনচড়ার আহম্মেদ আলীর ছেলে আনছার আলী (৪০), ছোটরাউতা ভাটিয়াপাড়ার মফিজারের ছেলে ইসলাম (৫০), শামসুদ্দিনের ছেলে নুর জামাল (৪৫), উত্তর হরিনচড়ার জাকিরুলের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও আমিনুরের ছেলে ফরিদুল হক (৩৬)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ৬ জুয়ারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩ ও ৪ ধারার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ