ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চুয়াডাঙ্গায় ৭ তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিক হতাহত

প্রকাশনার সময়: ১৪ জানুয়ারি ২০২৪, ১৫:৩৭

চুয়াডাঙ্গায় ৭ তলা ভবন থেকে বাঁশের মাচা ছিঁড়ে পড়ে ইয়াসিন আলী (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তম কুমারকে (২৭) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা পৌর শহরের কোর্ট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক উত্তম কুমারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াসিন আলীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের উপরাজ রামপুর গ্রামের কুরবান আলীর ছেলে। আহত উত্তম কুমার নওগাঁর নিয়ামতপুর থানার পানিহারা গ্রামের বিপদ রবি দাসের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার এসআই সঞ্জয় বলেন, পৌর এলাকার কোর্ট মোড় সংলগ্ন ব্যবসায়ী টিটু মিয়ার বাড়িতে কয়েকজন নির্মাণ শ্রমিক লিফট চেম্বারের ৭তলায় প্লাস্টারের কাজ করছিলেন। এসময় লিফট বক্সের ভেতর বাঁশের মাচায় বসে কাজ করা উত্তম ও ইয়াছিন ওই মাচা ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের

জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা জয়া ইয়াসিন আলীকে মৃত ঘোষাণা করেন। আহত উত্তম কুমার সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ