সারাদেশে ঘন কুয়াশায় হাড় কাঁপানো ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। সাধারণ ও খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের প্রকোপ থেকে বাঁচতে গরম কাপড় কিনতে ছুটছেন মানুষ।
দেশের বিভিন্ন জেলা থেকে দিনাজপুরে আসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন তারা। ভ্রাম্যমাণভাবে বাঁশের ফ্রেম বানিয়ে শীত নিবারণের জন্য নিম্ন আয়ের মানুষের মাঝে অল্প টাকায় হাত ও পায়ের মোজা, কানটুপি বিক্রি করেন।
ভ্রাম্যমাণ দোকানি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধারাই কান্দি গ্রামের মো. ফরিদুল ইসলাম বলেন, আমরা অনেকেই এই ব্যবসার সঙ্গে জড়িত, প্রতি বছর শীত মৌসুমে শীতবস্ত্র বিক্রয়ের জন্য এখানে আসি। দিনাজপুরে গত কয়েকদিন ধরে বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও হিম বাতাস স্থবির হয়ে পড়েছে জনজীবন।
একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। নিন্ম আয়ের মানুষেরা প্রচণ্ড শীত থেকে বাঁচতে ফুটপাত থেকে অল্প টাকায় পা ও হাতের মোজা, কানটুপিসহ বিভিন্ন ধরনের গরম কাপড় কিনছেন।
কাপড় কিনতে আসা রাজ মিস্ত্রী সাহাজাহান, রং মিস্ত্রী মিজান, রহিমা বেওয়া বলেন, প্রচণ্ড শীতের কারণে কোনো কাজ করতে পারি না, তাই গত কয়েকদিন ধরে আমরা টাকাও আয় করতে পারছি না। তাই অতি কষ্টেই আমাদের দিন পার হচ্ছে।
তাদের মধ্যে একজন বলেন, একে তো রোজগার নেই, তার ওপর প্রচণ্ড শীত, ছেলে-মেয়ে নাতি-নাতনিদের নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। তবে অল্প টাকায় শীত পণ্য কিনতে পেরে স্বস্তি পেলাম।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ